Khoborerchokh logo

গোটা ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল 465 0

Khoborerchokh logo

গোটা ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল

 মুসলমানের উপর বর্বরোচিত হামলা, নির্যাতন, হত্যা, মসজিদ ও পবিত্র কোরআন শরিফে অগ্নিসংযোগের প্রতিবাদে টঙ্গীতে গতকাল শুক্রবার বাদ জুমা সচেতন মুসলিম যুব সমাজ ও স্থানীয় ওলামা মাশায়েখদের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি টঙ্গী বাজার বড় মসজিদ এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ শেষে টঙ্গী ষ্টেশনরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে মহাসড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ভারতের সাম্প্রদায়িক মোদী সরকার সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে। মুসলমানদের বাড়িঘরে আগুন দিয়ে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে। নারী ও শিশুদের ওপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে। বিশ্ব মুসলিম দেশগুলোকে ভারতের মুসলমানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।তারা আরো বলেন, অবিলম্বে দিল্লির মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে। একই সঙ্গে মুসলিম নির্যাতন ও হত্যার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ হতে হবে।
সভা শেষে শহীদ ও আহত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com